ফটিকছড়ির ঐতিহ্যবাহী দৌলতপুর এ.বি.সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ‘এসো মিলি শেকড়ের টানে প্রিয় ক্যাম্পাসে’–এই স্লোগানকে সামনে রেখে পুরো আয়োজন পরিচালনা করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রীদের সমন্বয়ে গঠিত পুনর্মিলনী উদযাপন পরিষদ। উদযাপন পরিষদের সভাপতি ডা. শহিদুল্লাহ বলেন, ‘আমাদের এই মিলনমেলা ঘিরে সকল এবিসিয়ানদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এবারের পুনর্মিলনী হবে স্মরণীয় একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে সবাই।’ পুনর্মিলনীকে সফল ও সবার অংশগ্রহণে প্রাণবন্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে মোট ছয়টি নিবন্ধন বুথ চালু করা হয়েছে। নাজিরহাটের জননী ডায়াগনস্টিক সেন্টার, ছালে আহমেদ জেনারেল স্টোর, বিবিরহাটের আল বোরাক হুন্ডা সেন্টার ও বসুন্ধরা হোটেল, ফকিরহাটের মেসার্স জে.এম. চৌধুরী ট্রেডার্স এবং বাবুনগর বোর্ড স্কুল এলাকার আজম ফার্মেসি এই বুথগুলোতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ০১৮১৮৭০৭৩২৪, ০১৮১৯৬১৬০২৪–নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












