তনজিমুল মোছলেমিন এতিমখানার নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

বাশার গ্রুপের চেয়ারম্যান আবুল বশর আবু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত (রাহ.) মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিমখানার নিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। তিনি বলেন, কনকনে শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসা।

তিনি বলেন, আমরা চাইলেই এসকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি। এর জন্য অঢেল বিত্তবৈভবের মালিক হওয়ার কোন প্রয়োজন নেই। মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারেন অনেক কিছু। এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির কোতোয়ালী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত আহমদ ছাফা (রহঃ) ইবতেদায়ী মাদরাসায় সভা
পরবর্তী নিবন্ধদৌলতপুর এ.বি.সি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী