সিডিএর নিয়ম কানুন না মেনে ভবন নির্মাণের দায়ে ড্রিমসিটি ডেভলপার নামে একটি আবাসন কোম্পানির ভবন সিলগালা করে দিয়েছে সিডিএ। নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৪টি ভবনে অভিযান চালানো হয়। এরমধ্যে দুইটি ভবনের মালিককে জরিমানা ও নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। অভিযানকালে অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহের মালিকদের কাছ থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার–১ কাজী কাদের নেওয়াজ।
অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ দৈনিক আজাদীকে বলেন, শহরকে বাসযোগ্য এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় শহরে নির্মিতব্য ভবনগুলো যাতে নকশা বহির্ভূত না হয় সেজন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আবদুর রশিদ, উপ–সহকারী প্রকৌশলী ইমারত পরিদর্শক মোহাম্মদ কামরুল হক চৌধুরী, উপ–সহকারী প্রকৌশলী ইমারত পরিদর্শক মোহাম্মদ নওশের গণি, দেলোয়ার হোসেন, খোকন কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।












