খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানায়।
এই ঘটনায় পানছড়ি থানার এস আই সেন্টু মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পানছড়ি থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০)ও লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)। গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। গতকাল তারা পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে ফেরার পথে যৌথবাহিনীর চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক এবং বিনা পাসর্পোটে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করে। তাদের আধার কার্ড, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটকদের বিরুদ্ধে পানছড়ির থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়।












