আদালতের আদেশে অচলাবস্থা কেটেছে

চিটাগং চেম্বার নির্বাচন টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ নির্বাচনে অংশ নিতে পারবে

হাসান আকবর | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

মামলার কারণে স্থগিত হয়ে যাওয়া শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচনের অচলাবস্থা কেটেছে। গতকাল বৃহস্পতিবার উচ্চ আদালতের একটি বেঞ্চের দেয়া এক আদেশে এই অচলাবস্থা কাটে উল্লেখ করে সূত্র বলেছে, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬ জন প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন। এই ৬ জন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেছিলেন এক ব্যবসায়ী। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন।

সূত্র জানিয়েছে, চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে এবং ৩ জন ট্রেড গ্রুপ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। নির্বাচিত ২৪ জন পরিচালক নিজেদের মধ্যে ভোটাভুটি করে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতিদের নির্বাচিত হন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার প্রার্থী হয়েছিলেন ৩ জন করে ৬ জন। প্রার্থী সংখ্যা ৬ জন হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ার কথা। কিন্তু এই দুই ক্যাটাগরিকে ‘পকেট ভোট’ উল্লেখ করে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল একটি পক্ষ।

চেম্বার সূত্রে জানায়, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টাউন অ্যাসোসিয়েশন তিনটি হলো বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। অপরদিকে তিনটি ট্রেড গ্রুপ হলো চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগাং ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ। গত ৪ সেপ্টেম্বর এক চিঠিতে নিয়ম অনুযায়ী সদস্যপদ নবায়ন করা টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের প্রতিনিধিদের নির্বাচনে অন্তর্ভুক্ত করতে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র জানায়, চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যের অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন ব্যবসায়ী মোহাম্মদ বেলাল। পরবর্তীতে বিষয়টি নিয়ে আদালতেও রিট করেন তিনি। ২২ অক্টোবর রিট শুনানির পর ওই দুই শ্রেণিকে ছাড়া নির্বাচন পরিচালনার জন্য রুল জারি করেন হাইকোর্ট। ৪ সেপ্টেম্বরের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন আদালত। এরপর আপিলে যায় বাণিজ্য মন্ত্রণালয়। ৩০ অক্টোবর আপিল শুনানির পর দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে দেয়া হয়। একই সঙ্গে সমস্যা নিরসনের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা খান গতরাতে দৈনিক আজাদীকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নিয়ম অনুযায়ী সদস্যপদ নবায়ন করা ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন চিটাগং চেম্বারের নির্বাচনে অংশ নিতে পারবে। এ আদেশের বিরুদ্ধে এক ব্যবসায়ী রিট করেছিলেন। শুনানি শেষে আদালত আজ (গতকাল) আগের রুলটি বাতিল করেন। ফলে মন্ত্রণালয়ের আদেশের ওপর থাকা স্থগিতাদেশও বাতিল হয়েছে। সুতরাং এই দুই গ্রুপের প্রতিনিধিদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

গত ১ নভেম্বর চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫২৬ এবং ২০২৬২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রকাশিত হয় চেম্বারের সদস্যদের ভোটার তালিকা। এতে সাধারণ সদস্য হিসেবে চার হাজার এক জন, সহযোগী সদস্য হিসেবে দুই হাজার ৭৬৪, টাউন অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য হিসেবে ১০ জন তালিকাভুক্ত রয়েছেন।

চেম্বারের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সব কাজই এগিয়ে রয়েছে। এখন নতুন করে নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য করলেই ভোট গ্রহণ সম্ভব বলেও সূত্র জানিয়েছে।

মনোয়ারা বেগম গতরাতে দৈনিক আজাদীকে বলেন, আদালত একটি রিট খারিজ করেছেন বলে শুনেছি। তবে আমরা এখনো আদালতের কোনো নির্দেশনা পাইনি। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারে পা তুলে বসা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, ছাত্রদলকর্মী নিহত
পরবর্তী নিবন্ধইলেক্টিভ ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মেডিকেল বোর্ড