বৃদ্ধ মাকে মারধর : ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

পারিবারিক এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে আঘাত করে মায়ের মাথা ফাটিয়ে দিয়ে গুরুতর আহত করায় নিজের ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধা জাহানারা বেগম (৬৯)। গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে মামলাটি দায়ের করেন জাহানারা বেগম। মামলায় তার ছেলে মোহাম্মদ ফারুক (৪২) ও ছেলের স্ত্রী সুমাইরা আক্তার সুমিকে (৩০) আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধের মামলার আবেদন করা হলে আদালত জাহানারা বেগমের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত আবেদনটি ‘মামলা হিসেবে’ গ্রহণ করতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

এজাহারে বলা হয়, গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জাহানারা বেগমকে মারধর করেন তার ছেলে ও তার স্ত্রী। একপর্যায়ে ছেলে ফারুক ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করে। আশপাশের লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা মাথা ও কপালে মোট ১৭টি সেলাই দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ইট দিয়ে আঘাত করেই তারা ক্ষান্ত হয়নি। জাহানারা বেগমের গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করেন। প্রতিবেশীরা উপস্থিত না হলে সেদিন প্রাণে বাঁচতেন না জাহানারা বেগম। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বুধবার কর্ণফুলী থানায় মামলা করতে গেলেও থানা মামলা গ্রহণ করেনি। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন বলেও আদালতকে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের ৫,৮৬৮ বিঘা জমি জব্দের আদেশ
পরবর্তী নিবন্ধএই নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে : বিএনপি