গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

নগরীর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সৈয়দ আহমদ শিমুল। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কেওয়ালীঘাট এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান দৈনিক আজাদীকে বলেন, ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে একটি জুস বিক্রির দোকানের একজন স্ট্যাফকে এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করছিলেন সৈয়দ আহমদ শিমুল। ওই ব্যক্তি এনএসআই সদস্য কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য চট্টগ্রাম মেট্রো এনএসআইকে জানান ওই স্টাফ। পরে এনএসআইয়ের প্রতিনিধি দল যাচাইবাছাই করে তাকে ভুয়া হিসেবে শনাক্ত করেন। এনএসআই বিষয়টি আমাদের জানালে আমাদের একটি টিম গিয়ে শিমুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে শিমুলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধএনসিপির ১৫ প্রার্থীর মধ্যে আছেন দুই নারী