সাতকানিয়ার লোকালয়ে ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া থেকে ‘হিমালয়ান গৃধিনী’ জাতের একটি শকুন উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার উত্তর কাঞ্চনা এলাকার একটি মাদ্রাসার সামনে শকুনটি আকাশ থেকে পড়ে। এরপর মাদ্রাসার ছাত্ররা সেটিকে উদ্ধার করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বন বিভাগের লোকজনদের খবর দিলে তারা রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুকুনটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিকূল পরিবেশ ও খাদ্য সংকটের কারণে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্ত। উদ্ধার হওয়া শকুনটি ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত। শীত শুরু হলে এটি ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে দক্ষিণ দিকে নেমে আসে। তখন বাংলাদেশেও দেখা যায়।

উপজেলার মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, প্রায় সাত কেজি ওজনের উদ্ধার হওয়া শকুনটির ডান পা ছিল না। দীর্ঘ পথ ওড়ার পর খাবার না পেয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেছে। আমরা শকুনটিকে খাবার দিয়েছি। এখন মোটামুটি সুস্থ, তবে উড়ে যাওয়ার সক্ষমতা নেই। এবার সেটিকে চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহে চার বছরের শিশু অপহরণ, ৩৬ ঘণ্টায় উদ্ধার