আফগান সীমান্তের কাছে জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

পাকিস্তানের উত্তরপশ্চিমে একটি নিরাপত্তা পোস্টে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত হয়েছে বলে খবর মিলেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ জঙ্গি হামলা ও প্রাণহানির কথা জানিয়েছে। খবর বিডিনিউজের।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হওয়া এই হামলাটি হয়েছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার কুররামে। সর্বশেষ এ হামলা প্রসঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য না করলেও চলতি বছর এমন একাধিক হামলার জন্য তারা পাকিস্তান তালেবানকে দায়ী করেছে। সামপ্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা।

পাকিস্তানি তালেবানকে আশ্রয়প্রশ্রয় দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদফা পাল্টাপাল্টি হামলা, সীমান্তজুড়ে তুমুল সংঘাতও বেঁধেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যস্থতায় ইসলামাবাদ ও কাবুলের মধ্যে আপাতত যুদ্ধবিরতি চললেও, উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে।

পূর্ববর্তী নিবন্ধফেইমের বাল্মীকি প্রতিভার মঞ্চায়ন কাল ও শুক্রবার
পরবর্তী নিবন্ধচাল নিয়ে ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের