ফিউচার লিডারস ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড মুন স্টার কমিউনিটি সেন্টারে ৮ ডিসেম্বর ‘তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড’ এই স্লোগান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটির ভাইস–চ্যান্সেলর ড. মোহাম্মদ ওবায়দুল করিম, প্রেরণাদায়ী প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালি, ওডিএমএস এর সিইও এম আর চৌধুরী মিল্টন, দুদক পিপি রেজাউল করিম রনি, ড্যাব এর সহ সম্পাদক সাদ্দাম হোসেন, ফিউচার লিডারস ফাউন্ডেশনের সম্পাদক সাজ্জাদ হোসেন রাব্বি, সহ সম্পাদক শওকত হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন থানা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, সাবেক সদস্য সচিব সুজা উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সহ সভাপতি এডিশনাল পিপি সরোয়ার হোসেন লাভলু। কাজী সালাহউদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের সীতাকুণ্ড ছিল শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার জন্য এক স্বপ্নের শহর। ধর্ম, বর্ণ, ধনী–গরীব নির্বিশেষে সবার ভেতর ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমাদের সীতাকুণ্ডের সেই সোনালী দিনের তরুণরা সারা বাংলাদেশের আইডল ছিলেন। তাদেরই অংশ এল কে সিদ্দিকী, এ ওয়াই বি সিদ্দিক, প্রফেসর এনামুল হক, কুমার বিশ্বজিৎ প্রমুখ। আল্লাহর রহমতে আমি সুযোগ পেলে, এই সীতাকুণ্ডকে সম্ভাবনাময় তরুণদের নিয়ে মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ, দখলবাজ, ইভটিজার কিশোর গ্যাং থেকে মুক্ত করে সুস্থ, সুন্দর আধুনিক সীতাকুণ্ড বিনির্মাণ করবো।
প্রধান অতিথি বলেন, পাহাড় আর সমুদ্রে ঘেরা এই সীতাকুণ্ডের তরুণদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে সীতাকুণ্ডের যুব সমাজ নব উদ্যমে এগিয়ে যাবে। কার হাত ধরে সীতাকুণ্ডে শিক্ষা, শিল্প, কৃষি অবকাঠামো বিপ্লব হবে। আমার বিশ্বাস কাজী সালাহউদ্দিন সীতাকুণ্ডবাসীর জন্য জাতীয় নেতৃত্বের সঠিক দাবিদার। তাকে নির্বাচিত করলে আপনাদের এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। প্রেস বিজ্ঞপ্তি।












