রাঙ্গুনিয়ার শান্তিরহাট বাজার ও বেতাগী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গতকাল মঙ্গলবার দিনব্যাপী তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও কবর জেয়ারত করেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে শোনেন। পরে রাতে বেতাগীর কমিউনিটি সেন্টারে উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য। রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষ যাতে সমান সুযোগ পায়–সেই লক্ষ্যে কাজ করতে চাই। শান্তিরহাট ও বেতাগীর মানুষের দীর্ঘদিনের অবহেলা কাটাতে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছি।
তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা আমার প্রেরণা। রাঙ্গুনিয়ার মানুষ আমাকে সুযোগ দিলে কাজের মাধ্যমে প্রমাণ করব উন্নয়ন কীভাবে করতে হয়। প্রতিশ্রুতি নয়, বাস্তব ফল দেখাতে চাই। গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষ, তরুণ ভোটার, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন। সমাবেশে উপস্থিত জনতা তার উন্নয়নমুখী বক্তব্যকে স্বাগত জানায়।











