বিজয়ের হাসি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

হাসি হাসি খুশি মুখে হাতে নিয়ে ডালা

পুবের সুরুজ খোলে দিনের জানালা।

রূপালী আদর পেয়ে শিশিরের কণা

সবুজের বুকে আঁকে হাসিআলপনা।

মেঘের সফেদ হাসি মেলে দেয় ডানা

বকের পালকে হাওয়া বাজে একটানা

ফেনাফুল হেসে খুন ভালোলাগা গানে

দূর মেঠো পথ এগোয় সুদূরের টানে।

সিমের নরোম ডগায় কাঁপা কাঁপা সুর

পাখিদের ঠোঁটে হাসি মধুর মধুর।

ধানের ক্ষেতের হাসি সোনা রাঙা শোভা

ঢেউবুকে রোদের কী হাসি মনলোভা!

মায়ের আঁচলে জমা মমতার রাশি

পতাকার বুকে আঁকা বিজয়ের হাসি।

পূর্ববর্তী নিবন্ধমুক্ত করে আনতে হবে
পরবর্তী নিবন্ধফরাসি ক্ষ্যাপাটে যুবক জ্যঁ ক্যা