বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের নারীরা এখনো শিক্ষা–দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। আগামীতে সুযোগ পেলে জামায়াতে ইসলামী নারীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। নারীদের সর্বোচ্চ অধিকার ইসলাম দিয়েছে, আর আমরা সেই ইসলামের রাজনীতি করি।
তিনি গতকাল মঙ্গলবার দিনব্যাপী সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পথসভায় দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল কবির, মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ–সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আবুল হোসাইন, বর্তমান সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারি আবুর বশর, ওমর ফারুক, মাওলানা আবুল হাসেম, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।












