সার্বভৌমত্ব গণতন্ত্র নির্ভর করছে বিএনপির ওপরে : তারেক

কথার ফুলঝুরি নয়, সমস্যা সমাধানের পুরো পরিকল্পনা চায় জনগণ

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির প্রত্যেক নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন, আজ দেশের স্বাধীনতা বলেন, দেশের সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারব। এই দেশের অর্থনীতি, এই দেশের নারী স্বাধীনতা থেকে শুরু করে, তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারব। খবর বিডিনিউজের।

তারেক রহমান বলেন, যদি আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সঙ্গে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন তারেক রহমান। লন্ডন থেকে ভিডিওকলে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।

দলের নেতাকর্মীদের প্রতি তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা দেশের ঘরে ঘরে মাবোনদের কাছে, তরুণ প্রজন্মের কাছে, মুরুব্বিদের কাছে, ইমামমোয়াজ্জেমদের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। হ্যাঁ এগুলো পৌঁছাতে হবে। ইয়েস, আমাদের কাছে কোনো জাদু নেই, এটা জনগণ জানে। জনগণ দেখতে চায় বিএনপি করছে কিনা, করবে কিনা। ইনশাআল্লাহ যদি আমরা ৪০% করতে পারি জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে।

নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথেপ্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়া পরিকল্পনার শপথ। পরিকল্পনা করেছি। এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে।

কথার ফুলঝুড়িতে মানুষের পেটে খাবার আসবে না’ মন্তব্য করে তিনি বলেন, কথার ফুলঝুড়ি দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুলঝুড়ি দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান করতে হলে পরিকল্পনা লাগে, জনগণের পেটে আহার দিতে হলে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই।

তিনি বলেন, আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই, ইনশাআল্লাহ জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের (নেতাকর্মী) প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। যেকোনো মূল্যে আমাদেরকে এনসিউর করতে হবে যে, কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদেরকে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে রাখতে হবে এবং দেশের আইনশৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করাও বিএনপির ট্র্যাক রেকর্ডে রয়েছে।

দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআজ সন্ধ্যায় অথবা কাল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা