জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ আরিফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারী উপজেলার চারিয়া বাজার এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই রাতে দলীয় সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান হোসেন চৌধুরীর (৪২) সাথে মোহাম্মদ আরিফ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি জিপের ধাক্কায় মোটরসাইকেল থেকে তারা দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ আরিফকে প্রথমে হাটহাজারীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চমেকে পৌঁছানোর অল্প সময় পরই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আরিফের মৃত্যু কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা আমাদের সাংগঠনিক শূন্যতা তৈরি করবে। আমরা এখনো হাসপাতালে আছি, কথা বলার মত অবস্থায় নেই। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাদের ছোট ভাই আরিফ মারা গেছে। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।












