দীর্ঘ সাড়ে ৭ বছর পর নগরের সল্টগোলা ক্রসিং এলাকার চাঞ্চল্যকর মহিউদ্দীন হত্যা মামলার আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাতে বন্দর থানার বরখান পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত ডিউক দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আ এম মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, ২০১৮ সালের গত ২৬ মার্চ খুন হন মহিউদ্দিন। ওইদিন সল্ট গোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালে সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডিউক ও তার অন্যান সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত ডিউক এ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। নিহত মহিউদ্দিন যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।












