পটিয়ায় ফ্রি হার্ট ক্যাম্প বৈজ্ঞানিক সেমিনার ও শীতকালীন চিকিৎসা মেলা ১৯ ডিসেম্বর

হৃদরোগীদের জন্য ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

পটিয়ায় আগামী ১৯ ডিসেম্বর ৫ম বারের মত শুরু হচ্ছে ফ্রি হার্ট ক্যাম্প বৈজ্ঞানিক সেমিনার ও শীতকালীন চিকিৎসা মেলা। চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণেচ্ছু হৃদরোগীদের জন্য গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম এবং এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। পটিয়ার ডাকবাংলোস্থ ডা. নাসির উদ্দিনের চেম্বারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

হৃদয়ের স্পন্দন জীবনের বন্ধন’স্লোগানে এবং মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. এ কে এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় এ চিকিৎসা মেলায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নসরুল্লাহ খানসহ স্বনামধন্য চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবা প্রদান করবেন। ফ্রি হার্ট ১৯ ডিসেম্বর ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি থাকবেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হাসান ইমতিয়াজ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউছুফ। সভাপতিত্ব করবেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম. নাসির উদ্দিন। বৈজ্ঞানিক সেমিনারে প্রধান বক্তা থাকবেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নসরুল্লাহ খান, সঞ্চালনা করবেন ডা. এ কে এম.মাঈন উদ্দিন (রনি)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাকুরাফুজি টেকনিক্যাল একাডেমির কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৫ দফা দাবিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি