ভারতে ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, ক্ষুব্ধ বিজেপি

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভারতে একটি রাস্তার নাম হতে চলেছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। এমনটি ঘটতে চলেছে হায়দ্রাবাদ শহরে। ভারতের তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি রাজধানী হায়দরাবাদের একটি প্রধান সড়কের এই নাম রাখার প্রস্তাব করেছেন। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, তেলঙ্গানার কংগ্রেস সরকারের সিদ্ধান্তহায়দ্রাবাদের যে রাস্তায় মার্কিন কনস্যুলেট জেনারেল ভবন আছে, সেটির নাম রাখা হোক বর্তমান মার্কিন প্রেসিডেন্টের নামে। এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের দাবি, হায়দ্রাবাদের কোনও রাস্তার নামকরণের আগে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা দরকার। খবর বিডিনিউজের।

তেলঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে নামকরণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে জানানো হয়নি। তবে শিগগিরই পররাষ্ট্রমন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসকে চিঠি লিখে এ বিষয়ে অবহিত করা হবে। দুইপক্ষ থেকে সবুজ সঙ্কেত মিললেই সড়কটির নাম বদলে হয়ে যাবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। আর কিছুদিন পরই ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অনেকেই মনে করছেন, তার আগে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ আকর্ষণ করতেই এই পদক্ষেপ নিচ্ছে তেলঙ্গানা সরকার। এ বছরের শুরুতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি দিল্লিতে বার্ষিক মার্কিনভারত সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রস্তাব রেখেছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ সড়কগুলোর নামকরণ করা হোক। এবার সে পথেই হাঁটছেন তিনি। কর্মকর্তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের বাইরে কোনও বর্তমান প্রেসিডেন্টকে সম্মান জানানোর ক্ষেত্রে তার নামে সড়কের নামকরণের ঘটনা বিশ্বে এটিই প্রথম। রাজ্যের নামকরণের উদ্যোগ কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত সীমাবদ্ধ নয়; বিশ্বব্যাপী ব্যবসা ও প্রযুক্তি ক্ষেত্রের নেতা যারা হায়দ্রাবাদকে প্রযুক্তি হাব হিসেবে গড়তে অবদান রেখেছেন তাদেরও সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে। গুগল এবং গুগল ম্যাপের অবদানকে সম্মান জানাতে হায়দ্রাবাদের একটি প্রধান রাস্তার নামকরণ করা হবে গুগল স্ট্রিট।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার