পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে জন্মদিন উদযাপন, পুড়ল নতুন মোটরসাইকেল

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ৪:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ব্যাডমিন্টন খেলার মাঠে পেট্রোল ঢেলে অগ্নিশিখা জ্বালিয়ে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন আত্মস্বীকৃত এক মাদক কারবারি।

রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। জন্মদিনের আয়োজনের অংশ হিসেবে পেট্রোল ঢেলে মাঠে অগ্নিশিখার মাঝে ফুটিয়ে তোলা হয় ‘30 Years’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে করা এই ব্যতিক্রম আয়োজনের সময় আগুনে পুড়ে যায় কয়েক লাখ টাকা মূল্যের একটি দামী মোটরসাইকেল।

যদিও ঘটনাস্থলের আশপাশে বাড়িঘর থাকা সত্ত্বেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সেখানে শতাধিক লোকজন উপস্থিত থাকলেও কেউ হতাহত হয়নি এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়েনি।

ঝুঁকিপূর্ণ এ আয়োজনটির নেতৃত্বে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জামাল হোছনের ছেলে মোহাম্মদ শাহ আজম, যিনি আজম সরকার নামে পরিচিত। তিনি টেকনাফের আলোচিত শীর্ষ মাদক কারবারিদের একজন।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করা ১০২ জন মাদক কারবারির মধ্যে ছিলেন শাহ আজমও। আত্মসমর্পণের পর দীর্ঘসময় আলোচনার বাইরে থাকলেও আবারও এই ঘটনার মাধ্যমে বিতর্কের কেন্দ্রে ফিরে এসেছেন তিনি।

স্থানীয়দের প্রশ্ন—এভাবে জনবহুল এলাকায় পেট্রোল ব্যবহার করে আগুন জ্বালানো ও বিপজ্জনক আয়োজন কীভাবে সংঘটিত হলো এবং কারা এর অনুমতি দিলো? ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাসপাতালে চোরের হানা, নিয়ে গেল গুরুত্বপূর্ণ সরঞ্জাম