শিল্পী শাহজাহান আলী খানের একক গজল পরিবেশনা

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক পরিমন্ডলে প্রসিদ্ধ নাম পোট্রেইট গতকাল রোববার আয়োজন করেছে গজল সংগীতের এক উজ্জল তারকা শাহজাহান আলী খানের একক গজল সন্ধ্যার। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শাহজাহান খান প্রসিদ্ধ রাগ ইমন আশ্রয়ী ধুনের আহমদ ফারাজের প্রসিদ্ধ গাঝাল ‘রাঞ্জিস হি ছাহি’ সুন্দর আলাপ দিয়ে শুরু করেন। এর পরে ওস্তাদ গোলাম আলী খাঁ সাহেবের খুবই চমকপ্রদ কম্পোজিশন ‘এ হুসনে বে পারওয়া তুজে’ পরিবেশন করে অনুষ্ঠান জমায়ে তোলেন।

এর পর জাগজিৎ শিং, ফরিদা খানাম ও ওস্তাদ মেহেদী হাসান খানের বেশ কয়টি প্রসিদ্ধ গজল পরিবেশন করেন। শিল্পী শাহজাহান খান বাংলাদেশের বাহিরে পাকিস্তান ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবি কাতার ওমান প্রায় সব ক’টা দেশেই গজল পরিবেশন করার সুযোগ পেয়েছেনআরব আমিরাতে বেশ প্রতি বছরই একাধিক প্রোগ্রাম করতে যান। পাকিস্তানি ও ভারতের গজল শ্রোতাদের হৃদয়ে শাহজাহান খান নিজস্ব স্থান করতে সক্ষম হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজোড়া সিনেমায় তানজিকা!
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৯৫ কোটি টাকা