আজাদী সম্পাদকের সাথে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান গতরাতে দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। তিনি দৈনিক আজাদী কার্যালয়ে এসে এম এ মালেকের সাথে দেখা করে দোয়া কামনা করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ বহুদিন পর উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আবু সুফিয়ান এই ভোট উৎসব ইতিহাসে ঠাঁই করে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নির্বাচনে দৈনিক আজাদী সম্পাদকের দোয়া কামনা করেন এবং ভোট উৎসব যাতে সুষ্ঠু, অবাধ এবং উৎসবমুখর হয় সেজন্য ভূমিকা রাখতে দৈনিক আজাদীর সহায়তা কামনা করেন। এই সময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, নুরুল আজিম হিরু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরহমানিয়া কুলিং কর্ণার ও কেন্ডিকে ৩৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ৭৮৬