পেশাজীবী অধিকার পরিষদের সম্মেলন ও আলোচনা সভা

অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস রোধে ব্যবস্থা নিতে হবে : দুদক পিপি

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ, সততাপরিশ্রমসফলতা এই মূলমন্ত্রকে প্রতিপাদ্য করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদচট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গতকাল বিকাল ৩টায় পেশাজীবী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (দুদক পিপি) এডভোকেট খালেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কচি, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন আকাশ, গণ অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, পেশাজীবী অধিকার পরিষদের সহসভাপতি শামসুল আলম, পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদচট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক এডভোকেট মহসীন চৌধুরী, দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদের, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডা. এমদাদুল হাসান, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক নাসরিন আকতার, পেশাজীবীর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুনির, শাহীন রেজা এবং গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবী নেতৃবৃন্দ। এতে শুভেচ্ছা বক্তব্যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. মুসলেহউদ্দিন খালেদ পেশার সংকট, সম্ভাবনা ইত্যাদি নিয়ে সারগর্ভ আলোচনা করেন।

প্রধান অতিথির এডভোকেট খালেদ হোসেন বলেন, পেশাজীবী নেতৃবৃন্দকে শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের এগিয়ে আসতে হবে। একই সাথে অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস রোধে ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে ইয়াবা মা-মেয়েসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধতরুণ বাংলাদেশের উদ্যোগ সুন্দর সমাজ চাই শীর্ষক মানববন্ধন ও র‌্যালি