খাগড়াছড়িতে নদী রক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে পার্বত্য অঞ্চলের নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মিলেন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি যুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়র উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পার্বত্য অঞ্চলের চেঙ্গী,মাইনী,কাচালং,সাঙ্গু,কর্ণফুলিসহ বিভিন্ন পাহাড়ি নদীগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, স্থানীয় জীববৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নদী দখল, দূষণ ও অস্বাভাবিক খনন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সম্মিলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
বক্তারা অভিযোগ করেন ,বনউজাড় ও পরিবেশ বির্পযয়ের প্রভাবে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর নাব্যতা সংকটে বর্ষায় বন্যা এবং শুষ্ক মৌসুমে নদীতে পানি সংকট দেখা যায়। পাহাড়ের ছড়া ও ঝিরি শুকিয়ে যাওয়ায় নদীগুলো মৃত প্রায় হয়ে যাচ্ছে।
এসময় নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস. এম. আবু হোরায়রা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মো. লুৎফুর রহমান,পিটাছড়া বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।











