চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈশান মিস্ত্রি হাটে মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্সের উদ্যোগে ফ্রি ভ্যাক্সিন ও গাছের চারা বিতরণ এবং ডাক্তারি পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোঃ ওয়াসিক আহমেদ ও সোয়েব আহমেদের উদ্যোগ এই ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপ–প্রাণী সম্পদ কর্মকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক উপ–প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের ডাঃ সিহাব এবং নারিশ ডেইরি লিমিটেডের ডাঃ জাহিদ হাসান এবং সাবেক আহমদিয়া ইউনিটের সাধারণ সম্পাদক সামন আহমেদ সুমন, ইজাব ইলায়েন্সের এ আই টেকনিশিয়ান মোঃ ইস্তেহাদ রহমান এবং সমাজের সচেতন নাগরিক ও সুধিবৃন্দ। এ সময়ে বিভিন্ন খামারীরা তাদের হাঁস, মুরগি, কবুতর ও বিড়ালকে ফ্রি ভ্যাকসিন দিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে যান।
এ সময় সাবেক উপ–প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান বলেন, আপনারা ঘরে ঘরে গাছ লাগান পরিবেশ বাঁচান। হাঁস মুরগি লালন পালন করুন, পুষ্টি চাহিদা পূরণ করুন। প্রেস বিজ্ঞপ্তি।












