রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর। গতকাল শনিবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাইর মোহাম্মদপাড়ায় এ ঘটনা ঘটে। রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৩ জন মালিকের ৪ কক্ষ বিশিষ্ট কাঁচা মাটির দেয়াল ও টিনের ছাউনি দেয়া ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. রফিক, মাসুদ ও রেজাউল করিম। চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা এবং আগুন থেকে উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার সামগ্রী।











