সুতরাং তোমরা আহার করো যে–ই গনীমত তোমরা লাভ করেছো, বৈধ–পবিত্র; এবং আল্লাহকে ভয় করতে থাকো। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৬৯) সূরা আল–আন্ফাল।
আত্মগর্ব এমন একটি জঘন্য পাপ, যাহা সত্তর বছরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।
– আল–হাদীস (দায়লামী)।
প্রতিকূলতা মানুষকে চালাক করে, যদিও ধনী করে না।
– টমাস ফুলার।






