ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে টেরিবাজারের ব্যবসায়ীর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৩৫ পূর্বাহ্ণ

নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন (৪১) আত্মহত্যা করেছেন। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কদমতলী এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি আত্মহত্যা করেন। আজ (শনিবার) বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবার ভোরে তার টেরিবাজারস্থ বাসা থেকে বের হন। এরপর তার আর কোন হদিশ মিলেনি। আত্মীয়স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাননি। অবশেষে তার ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কিন্তু গতকাল খবর পাওয়া যায়, মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবারই আত্মহত্যা করেছেন। তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। কেউ খোঁজ করতে না আসায় পুলিশ লাশটি আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করে। তার লাশ গতকাল বেওয়ারিশ লাশ হিসেবে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয় বলে আনজুমানে মফিদুল ইসলাম সূত্রে জানা গেছে।

এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেন, মোহাম্মদ কামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। এক ব্যবসায়ীর কাছে তিনি মোটা অংকের টাকা পেতেন। সেগুলো ফেরত না পাওয়ায় তিনি বেশ চাপে পড়ে যান এবং আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী এবং তিন পুত্র সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই-চারটা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না : নুর
পরবর্তী নিবন্ধবাণিজ্যিক আদালত শীঘ্রই বাস্তবে রূপ নিচ্ছে