উখিয়ায় ৭০০ শত জাল ও ৩০০০ কৃত্রিম বক ধ্বংস, জীবিত ১০ বক ও শামুকখোল উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৩:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, কৃত্রিম বক ও ফাঁদ ধ্বংস করেছে বনবিভাগ। এ সময় সাত শতাধিক জাল,তিন হাজারের বেশি কৃত্রিম বক ও ১শ টির ঘরাকৃতির ফাঁদ ধ্বংস করে দেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। উখিয়া বনবিভাগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়ার বিভিন্ন চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল।এছাড়া ১০ টি জীবিত বক ও ১টি শামুকখোল উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত বকগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

উক্ত অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ,ইমার্জেন্সি রেসপন্স টিমকমিউনিটি পেট্রোল গ্রুপসহ দেড়শো জনের একটি টিম।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন আমরা বন্যপ্রাণী সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এলাকায় যারা অবৈধভাবে পাখি শিকার বা ফাঁদ বসায় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে অনুরোধ করছি, তারা যেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন হয় এবং বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করে।

অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যরা জানান, উখিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তবে এ ধরনের বড় ধরনের অভিযানের ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে লরির ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিএমপির ১৫ থানার ওসির রদবদল, চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি