হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর রাত পর্যন্ত হালদার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে হালদা নদীর পেশকারহাট থেকে মোহড়া পর্যন্ত বিভিন্ন অংশে অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। এতে সহযোগিতা করেন নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় ১২ হাজার মিটার (১১টি) জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলীর অভিযানে নেতৃত্ব দেন। এতে সহযোগিতা করেন নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মো. রমজান আলী এবং তার সংগীয় ফোর্স, হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও আদিল। এর আগে, বোয়ালখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ গত বুধবার রাতে যৌথভাবে হালদা নদীতে অভিযান পরিচালনা করেন। হালদা ও কর্ণফুলী নদীর মোহনায় পরিচালিত এ অভিযানে ১টি বেহুন্দী জাল, ২টি চরঘেরা জালসহ আনুমানিক ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়।












