ইনার হুইল ক্লাব অফ চিটাগাং গত ২৬শে নভেম্বর নারীদের প্রতি সিহংসতা প্রতিরোধ ১৬দিন ব্যাপী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নারীদের প্রতি সহিংসতা বিষয়ে আলোচনা করা হয় এবং ১৬দিন ব্যাপী বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বক্তব্য রাখেন পাস্ট ইন্টারন্যাশনাল ইনার হুইল বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিডিসি রোজি আহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লক্ষ্মী ধর এবং অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন, বিভিন্ন সচেতনা মূলক কর্মকাণ্ড ও প্রচারের মাধ্যমে সমাজে নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে রূখে দাঁড়াতে ও কার্যকরী ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।










