সিজেকেএস হকি টুর্নামেন্ট আজ শুরু

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস হকি টুর্নামেন্ট আজ শনিবার থেকে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। আটদিন ব্যাপী এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ,চট্টগ্রাম মহানগর হকি ক্লাব এবং এস,কে স্পোর্টস বিডি। টুর্নামেন্টের প্রথম পর্বে সিংগেল গ্রুপ ভিত্তিক খেলা হবে। পরে আগামী ১২ ডিসেম্বর শুক্রবার থেকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান অর্জনকারী চারটি দল সেমিফাইনালে অবতীর্ণ হবে। ১৩ ডিসেম্বর শনিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আজ উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে অংশ নেবে চট্টগ্রাম মহানগর হকি ক্লাব এবং এস,কে,স্পোর্টস বিডি। দুপুর ১টায় এ খেলা শুরু হবে। দ্বিতীয় ম্যাচে খেলবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ। খেলাটি ২.১৫ টায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধমেসির বিশ্বকাপ ফেভারিটের তালিকায় নেই রোনালদোর পর্তুগাল
পরবর্তী নিবন্ধ৬শ উইকেটের ক্লাবে সুনীল নারাইন