প্রিয়তমা

ইসমত আরা কোহিনূর | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

প্রতিটি ক্ষণ মনে পড়ে তোমার কথা

বাস্তবতায় খুঁজে পাই না তোমায়

খুঁজে পাই আমার হিয়ার মাঝে

প্রতিটি নিঃশ্বাসে হৃদয়ের স্পন্দনে

অদৃশ্য কল্পনায় সুপ্ত অনুভবে

তুমি মিশে আছ নিয়ত আমার মাঝে।

নিঝুম তিমিরে নিস্তব্ধতার বাহুডোরে

অব্যক্ত যন্ত্রণায় চটপট করে

আমি জেগে থাকি তোমার ধ্যানের মাঝে।

ভোরের আবছা আলোয় মিষ্টি সকালে

ঝলমলে আলোর স্বচ্ছ বিকিরণে

খুঁজে পাই তোমায় ফুলের মিষ্টি গন্ধের মাঝে।

শেষ বিকেলের পড়ন্ত আলোয় নিশ্চুপ কল্পনায়

তোমার আবছা ছায়া এগিয়ে আসে

আবেশে হারিয়ে যাই তোমার অনুভবের মাঝে।

আমি কল্পনায় তোমার হাত ধরার চেষ্টা করি

তুমি আমার আত্মার শান্তির ঠিকানা

আমি বাঁচি তোমার অদৃশ্য উপস্থিতির মাঝে।

পূর্ববর্তী নিবন্ধআমার রবি ঠাকুর
পরবর্তী নিবন্ধআমাদের শিল্প ও ঐতিহ্য