নির্জন কারাবাস থেকেই খালেদা জিয়ার নানা রোগের সূচনা : ফখরুল

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ আমলে খালেদা জিয়াকে যখন দুর্নীতি মামলায় দুই বছর কারাগারে রাখা হয়েছিল, তখন থেকেই তার নানা রোগের সূচনা হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা অপরাধমূলক অবহেলা। সুচিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় গতকাল শুক্রবার বাদ জুমা নয়া পল্টন জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় এলে পরদিন তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন। খবর বিডিনিউজের।

মির্জা ফখরুল বলেন, নেত্রী সারাটা জীবন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। আপনারা সবাই জানেন বিগত হাসিনার ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। দীর্ঘ ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে দুই বছর তাকে নির্জন কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করে সেখান থেকে তার এই রোগের সূচনা হয়। বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন যে, কোভিডের পর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়েছিলেন। এই কয়েক দিনের মধ্যে আবার তিনি অসুস্থ হয়েছেন। আমরা আজকে এই নয়া পল্টনের মসজিদে জুমার নামাজ পড়েছি। সারা দেশে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর আরোগ্য লাভের জন্য, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের সংকট তার নেতৃত্বে আমরা অতিক্রম করতে পারি সেই দোয়া বাংলাদেশের মানুষ আল্লাহ তালার কাছে চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিরায় বাল্কহেড ও ড্রেজারে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক শক্তিগুলোর সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : তারেক