হাটহাজারীর ফরহাদাবাদে সড়ক দুর্ঘটনায় মো.কাওসার (২৬) নামের ফটিকছড়ির হাইস গাড়ির এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
হাইচ চালক নিহত মো. কাউসার ফটিকছড়ি উপজেলার ভুজপূর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র।
সূত্রে জানা যায়, ভোরের দিকে ফটিকছড়ি এলাকা থেকে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার পথে উল্লেখিত স্থানে নাজিরহাটমুখী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাইস গাড়ির চালক কাওসারসহ গাড়িতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে তাদের চমেক হাসপাতালে রেফার করে।
চমেক হাসপাতালে নেয়ার পথেই চালক কাওসার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাকীরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শাহেদ দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার বেলা ১১ টার দিকে এ প্রতিবেদককে জানান, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। গুরুতর আহত চমেক হাসপাতালে চিকিৎসাধীন যারা আছেন তাদের নাম পরিচয় সংগ্রহের চেস্টা করছি, পরে বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সোমবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবিয়া এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছিলো।












