চবিতে ড. তোফায়েল আহমেদ ও ড. এম আব্দুল ওয়াহ্‌হাব স্মরণসভা

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

চবি লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্‌হাব স্মরণে এক সভা গতকাল বৃহস্পতিবার লোকপ্রশাসন বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপাচার্য বলেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্‌হাব খুবই আন্তরিক মানুষ ছিলেন। আমরা একসাথে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। দুইজনই খুবই নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। উপাচার্য বলেন, প্রকৃত শিক্ষকদের কোনো মৃত্যু নেই। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকেন আজীবন। তাঁদের মতো নিষ্ঠাবান, সৎ ও ক্লাসে মনোযোগী হতে হবে। উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও প্রফেসর ড. এম. আব্দুল ওয়াহ্‌হাব দুইজনের মধ্যে আদর্শ শিক্ষকের সব গুণাবলি ছিল। উনাদের লেখালেখিগুলো পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখা উচিত। উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রফেসর আব্দুল ওয়াহ্‌হাব মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। প্রফেসর তোফায়েল আহমেদ বাংলাদেশকে সঠিকভাবে পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ভাবতেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি কাজ করেছেন। উনারা দুইজনই ছিলেন সত্যবাদী, নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক। বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনেট সদস্য শ ম নজরুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও প্রফেসর ড. আব্দুল ওয়াহ্‌হাব এর মেয়ে ড. ওয়াহ্‌িহদা সুমি, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, প্রফেসর ড. সোনিয়া হক, প্রফেসর ড. কাজী এস.এম. খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ ইয়াকুব ও নওশীন ইসলাম। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষার্থী মেহেদী হাসান। উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তাকর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে সকল সমপ্রদায়ের লোক সমান অধিকার ভোগ করবে