সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উজ্জ্বল তালুকদার (৫০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামকক্সবাজার রেললাইনে উপজেলার কালিয়াইশ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, উজ্জ্বল তালুকদার দুপুরের দিকে ঘর থেকে বের হন। এর কিছুক্ষণ পর তাদের কাছে খবর আসেতিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, রেললাইনে খণ্ডিত লাশ পড়ে আছে।

সাতকানিয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, কালিয়াইশে ট্রেনে কাটা পড়ে এক কৃষক মারা গেছে। বিষয়টি আমরা চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানিয়েছি। দুপুরের দিকে একাধিক ট্রেন সাতকানিয়া অতিক্রম করায় কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা ক্ষেতমজুর সমিতির প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী নিচ্ছে না যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়