দুহাতে ধাতব চুড়ি,
সোনালি আঁশ টেনে নিয়ে যাচ্ছে বাজারের থলে
শাদাকালো দুটি চোখে অপার বিস্ময়!
সাংসারিক, নিরীহ দুটি হাত
দাসের বাজারে নিলামে বিক্রি হয়ে গেছে গতকাল।
‘বাজারের থলেটা একটু বাসায় পৌঁছে দিবেন?
না খেয়ে থাকবে আমার ছেলেমেয়ে, স্ত্রী
অসুস্থ মা!’
প্রতিদিন অজ্ঞাতনামা মানুষেরা বিক্রি হয় নিলামের ডাকে
মানুষ নয়, দাস। টাকায় বিক্রিত দাস!
কোনো দেশ নেই তাদের, আসামী নিলামের দোকানে
তারা শুধুই একেকটা নাম, উপসর্গ মুছে দেওয়া নাম।












