শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে সমাজ গড়তে চাই

রাঙ্গুনিয়ার ডা. রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, রাজানগর ও দক্ষিণ রাজানগরে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার চন্দ্রঘোনা বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচির সূচনা হয়। তিনি বলেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি সুন্দর, আদর্শ সমাজ গড়ে তুলতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা জরুরি। শেষে তিনি রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও সুশাসনের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি দক্ষিণ রাজানগর খোরদেশতালুক এলাকায় একটি উঠান বৈঠকে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধনির্যাতন-নিপীড়ন-কারাবন্দি কিছুই বেগম জিয়াকে ভাঙতে পারেনি
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক লাইফ স্কিল ট্রেনিং