আহলে সুন্নাত ওয়াল জামাআত বাকলিয়া থানার মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে ইসলামের সমপ্রসারণ ও বিস্তৃতিতে সুফিবাদীদের রয়েছে অনন্য অবদান। গতকাল বৃহস্পতিবার নগরীর কালামিয়ার বাজারস্থ একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাকলিয়া থানা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ মোজাম্মেল হক হাশেমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, সিনিয়র শিক্ষক মাওলানা নিজামুদ্দিন আনোয়ারী, অ্যাডভোকেট জসিম মাহমুদ, মাস্টার জাহাঙ্গীর আলম, লায়ন মুহাম্মদ এমরান, মুহাম্মদ আলী আছগর খান, মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানী, মাওলানা ইসমাইল আশরাফী, মুহাম্মদ সেলিম উদ্দীন, সাইফুল ইসলাম লিটন, মহসিন আরাফাত, আমির হোসাইন লিটু, মুহাম্মদ দিদার প্রমুখ। সঞ্চালনা করেন, অধ্যাপক ড. কাজী আমিন উল্লাহ্। শেষে বাংলাদেশ আহেল সুন্নত ওয়াল জামাত অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্কে আহ্বায়ক, মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আনোয়ারীকে যুগ্ম আহ্বায়ক, অধ্যাপক ড. কাজী মাওলানা আমিন উল্লাহ্কে সদস্য সচিব ও মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানীকে যুগ্মসচিব মোট ২৫ সদস্য বিশিষ্ট সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাকলিয়া থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











