অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে বিশাল জয় পেয়েছে। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৩–০ ওমানকে পরাজিত করে। বাংলাদেশের আমিরুল ৫টি, রাকিবুল ৩টি, সাজু ও আব্দুল্লাহ ২টি এবং ওবায়দুল ১টি গোল করেন। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বাংলাদেশ–ওমান ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতা। গতকাল ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি পর্যন্ত পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ওমান কোনো লড়াই করতে পারেনি। এতে সামিন–আমিরুলদের কোয়ালিটির পাশাপাশি ডাচ কোচ আইকম্যানের দক্ষতাও প্রমাণ দেয়। আইকম্যানের অধীনে দলের গতি, পাসের নির্ভুলতা এবং পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল আদায়ের দক্ষতায় স্পষ্ট উন্নতির ছাপ দেখা গেছে। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। এ নিয়ে বিশ্বকাপে আমিরুলের হ্যাট্রিক দাঁড়ালো তিনটি। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫–০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বিরতিতে। ১৯ ও ২৫ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল পান। দুটি গোলই আসে আক্রমণ থেকে। বিরতির পরও বাংলাদেশের দাপট চলতে থাকে। এই অর্ধে আমিরুলরা আরও আগ্রাসী হয়ে খেলে। গোলও এসেছে আগের চেয়ে বেশি। ৩৩ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে গোল করেন। পরের মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ ও দলের হয়ে ৭ গোল করেন। ৪০ মিনিটে ওবায়দুল হাসান জয় আক্রমণ থেকে দলকে ৮ম গোল উপহার দেন। এটি তার নিজের প্রথম গোল। আট গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের গোলক্ষুধা এতটুকুন কমেনি। শেষ কোয়ার্টারে আরেও ৫ গোল হয়। ৪৭ মিনিটে আসে নবম গোল। হ্যাট্রিক পূরণ হয় রকিবুল হাসানের। আক্রমণ থেকে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। একই মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে ফিল্ড গোল করে দলকে দশম গোলের স্বাদ পাইয়ে দেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে আরও লজ্জা দেন। দুই মিনিট পর আমিরুল ইসলাম নিজের পঞ্চম গোল করেন। গোল এবারও আসে পেনাল্টি কর্নার থেকে। এ নিয়ে আমিরুল বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন। ৬০ মিনিটে মোহাম্মদ সাজু পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। আর তাতে করে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানে জয় পায়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৬ ডিসেম্বর। স্থান নির্ধারণী পর্যায়ে অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থান নির্ধারণীর পরবর্তী দুই ম্যাচ জিতলে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে ২৪ দলের মধ্যে ১৭ হয়ে শেষ করতে পারবে।
এর আগে, গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫–৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ। ৩–৩ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দুই ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল। গ্রুপপর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩–২ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই ম্যাচেও একটি গোল পান আমিরুল।










