সিএসইতে লেনদেন ১৩.৮১ কোটি টাকা

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৩.৮১ কোটি টাকা। ১,২৮১ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৪.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৭৪৭.১৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৮.০২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৫.১৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৫২৪.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৮১,১৮৫.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৫ টির, দাম কমেছে ১০৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধশুটিংয়ে আহত আরিফিন শুভ
পরবর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ার মরুভূমিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত