পিকআপের ধাক্কায় মৃত্যু বাজার করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. আবদুর রাজ্জাক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে চট্টগ্রামনাজিরহাট সড়কে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট দরগাহ রাস্তা এলাকার এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ফটিকছড়ি উপজেলার ছাদেক নগর এলাকার বাসিন্দা মৃত শাহ সুফিয়ানের পুত্র।

জানা যায়, ঘটনারদিন বিকেলের দিকে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে নাজিরহাটমুখী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে। জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত, কড়া প্রতিবাদ বিজিবির
পরবর্তী নিবন্ধআজ লালদীঘি ময়দানে ৮ দলের বিভাগীয় সমাবেশ