বিএনপির মনোনয়ন বঞ্চিত পক্ষের বিক্ষোভ

সাতকানিয়া-লোহাগাড়া আসন

সাতকানিয়া ও লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে নাজমুল মোস্তফা আমিনকে বিএনপির প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে মশাল মিছিল ও চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমান মুজিবের অনুসারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাতে কেরানীহাট ও ঠাকুরদিঘী স্টেশনে মশাল মিছিল ও বিক্ষোভ আয়োজন করা হয়।

সাতকানিয়ায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিবের অনুসারীরা মশাল মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদুল আলম ফরিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান রাশেদ, মো. ফরহাদ, আবদুস ছবুর, মো. ফয়সাল ও মো. রাশেদ। লোহাগাড়াসাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা ঠাকুরদিঘী স্টেশনে মুজিবুর রহমান মুজিবের সমর্থনে কর্মীসমর্থকরা চট্টগ্রামকঙবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল সন্ধ্যায় প্রায় ৪৫ মিনিট টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন
পরবর্তী নিবন্ধযুবদল নেতা মোশারফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার