ডা. বিশ্বনাথ দাশ প্রেসিডেন্ট, এম এ কবির মিল্কি ভাইস প্রেসিডেন্ট

চিটাগাং সিনিয়রস ক্লাবের নির্বাচন

আজাদী প্রতিবেদন  | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল ভোটের ব্যবধানে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. বিশ্বনাথ দাশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় ২০২৫২০২৬ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রেসিডেন্ট পদে ডা. বিশ্বনাথ দাশ ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানেও ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন ১১৯ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ কবির মিল্কি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমেদ পেয়েছেন ১২৯ ভোট, শেখ ইয়াকুব পেয়েছেন ১২০ ভোট। ম্যানেজিং কমিটির সদস্যের পাঁচটি পদের বিপরীতে নির্বাচন করেন ছয়জন। এতে নির্বচিত পাঁচ সদস্য হলেনফাতেমা ফেরদৌস তন্বী (৩৩৩ ভোট), ডা. মেজবাহ উদ্দিন আহমেদ (২৮৯ ভোট), এডভোকেট খলিল আহাদ মোস্তফা আনোয়ার চৌধুরী (২৮১ ভোট), এস এস জোবায়ের আহমেদ (২৬২ ভোট) এবং উত্তম কুমার তালুকদার (২৪০ ভোট)। সদস্য পদে অপর প্রার্থী প্রিয়তোজ রাইন মেন্ডেজ ২৩০ ভোট পেয়েছেন। নির্বাচনে সর্মমোট ৩৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে এলো সেই বুলেটপ্রুফ গাড়ি, নিবন্ধন বিএনপির নামে
পরবর্তী নিবন্ধখেজুর রস যেন সোনার হরিণ