রাউজানে চার ভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে ১২ লাখ টাকা জরিমানা

ইট তৈরিতে পাহাড় ও কৃষি জমির মাটি আর বনাঞ্চলের গাছ

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দল রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ইটভাটায় পাহাড়, টিলার মাটি ও কাঠ পোড়ানোর দায়ে চার ভাটা মালিককে মোট ১২ লাখ টাকা জরিমানা করেছে।

অভিযান চালানো ইটভাটাগুলো হলোপৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজীপাড়ার সি.বি এম ব্রিকস, এসএসবি ব্রিকস, পূর্ব রাউজান কেবিআই ব্রিকস, ডাবুয়া কলমপতি এলাকার কেবি এম ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন এই অভিযানে নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, রাউজানের ৩২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে এবার অবৈধভাবে ২৬টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হয়েছে পাহাড়, টিলা ও কৃষি জমি থেকে কাটা মাটি। পোড়ানো হয়েছে বনাঞ্চল ও লোকালয় থেকে কেটে আনা গাছ।

তিনি জানান, প্রথম দফায় অভিযানে চারটি ভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি জমি ও পাহাড়, টিলার মাটি কেটে ইট তৈরি ও জ্বালানি হিসাবে কাঠ পুড়ানোর অভিযোগে চার ভাটার মালিককে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ পরিচালিত সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা সদরে সহজ যাতায়াতে বিকল্প সড়ক নির্মাণ, উদ্বোধন কাল
পরবর্তী নিবন্ধদেশে এলো সেই বুলেটপ্রুফ গাড়ি, নিবন্ধন বিএনপির নামে