কক্সবাজারের উখিয়া উপজেলা সদরে জনাকীর্ণ স্বর্ণের দোকান থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক ও কর্মচারীকে ব্যস্ত রেখে অভিনব কায়দায় মুহূর্তের মধ্যে পুরো স্বর্ণের বক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ চক্র। গত বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।
ফুটেজে দেখা যায়, দুইজনের একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে দোকানে প্রবেশ করে। কথায় কথায় দোকানের কর্মচারীর দৃষ্টি সরিয়ে একপর্যায়ে তারা কাউন্টার থেকে স্বর্ণভরা বক্সটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দোকান থেকে উধাও হয়ে যায় চোরেরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা।
উখিয়া উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের অর্থ সম্পাদক রনজিত ধর জানান, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকলে পুরো জুয়েলার্স ব্যবসা হুমকির মুখে পড়বে। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সনজিত ধর। তিনি বলেন, আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা, সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করছি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।









