ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণায় নিজ দলের পছন্দের নেতার মনোনয়ন লাভের খবর শুনে আনন্দ উচ্ছ্বাসে হঠাৎ লাফিয়ে উঠে স্ট্রোক করে মারা গেলেন মহেশখালীর অসুস্থ ইউনিয়ন বিএনপি নেতা ফরিদুল আলম। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে। তিনি স্থানীয় মৃত সৈয়দ আহমদের পুত্র এবং ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়। খবরটি পেয়ে কালারমারছড়া ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক অসুস্থ ফরিদুল আলম ফরিদ হঠাৎ আনন্দ উচ্ছ্বাসে লাফিয়ে উঠেন। মুহূর্তেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। সাথে সাথে তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানান।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় বিশ্রামে থাকা ফরিদকে এলাকায় দলীয় নেতাকর্মীরা আলমগীর ফরিদের নমিনেশন নিশ্চিত হওয়ার খবরটি জানান। ফরিদ তখন চিৎকার করে ওঠেন, উল্লাসে লাফ দেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ একজন নেতা। দীর্ঘ দিন ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থীতা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন।










