চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ মোশাররফ হোসাইনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব পদে বহাল করা হলো।
এতে আরো বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।







