হালদা নদীতে ৭৫০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ব্রুডস্টক বা মা মাছের মজুত বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করার পর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. নাজিম উদ্দিন। খবর বাসসের।
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, নদী থেকে সংগৃহীত ডিম থেকে উৎপাদিত রেণু প্রতিপালন করে এই ৭৫০ কেজি পোনা তৈরি করা হয়েছে। এসব পোনা নদীতে অবমুক্ত করার ফলে ভবিষ্যতে এগুলো মা মাছে পরিণত হবে এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, হালদা নদীর দুটি পয়েন্টে এই মাছ ছাড়া হয়েছে। এর মধ্যে সত্তারঘাট এলাকায় ৮০ কেজি এবং পশ্চিম গহিরা বড়ুয়া পাড়া এলাকায় ৬৭০ কেজি পোনা অবমুক্ত করা হয়। মৎস্য অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া উপস্থিত ছিলেন।









