খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

আলকরণ ওয়ার্ড বিএনপি : মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। আমরা তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করি। তিনি গতকাল বুধবার তিন পুলের মাথাস্থ গোলাম রসুল মার্কেট জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি গোলাম কিবরিয়া শরীফী। মাহফিলে উপস্থিত ছিলেন আবদুল বাতেন, আবদুর রহমান, মো. জসিম মিয়া, ইকবাল হোসেন, মো. সেলিম খান, আনোয়ার হোসেন, মো. রিয়াদ, হাজী মো. ইদ্রিস, আবদুস শুক্কুর প্রমুখ।

চউক জাতীয়তাবাদী দল : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসিডিএতে চউক জাতীয়তাবাদী দল সিবিএর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল বুধবার সিডিএ অফিস ভবনস্থ মসজিদে ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও মো. মফিজুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন সিডিএর বোর্ড সদস্য হাজী মো. নজরুল ইসলাম, চউকের প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, মাস্টারপ্ল্যান প্রকল্পের পরামর্শক মো. মাহবুবুর রহমান, প্রকৌশলী এজিএম সেলিম, মো. আনিসুল হক পাটওয়ারী, মো. আবু ঈসা আনসারী, স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী, মো. মোস্তফা জামাল, প্রকৌশলী আহমেদ মঈনউদ্দিন, আ হ ম মিছবাহ উদ্দিন, কাজী কাদের নেওয়াজ, মো. তানজীব হোসেন, নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, মো. দেলোয়ার হোসেন, মো. হেমায়েত ইসলাম সবুজ, মো. শাহাদাত হোসেন, এম. . জা. ইকবাল, মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর, মো. সরওয়ার হোসাইন, মো. আবিদ, মো. দিদার হোসেন প্রমুখ। প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. সেলিম উদ্দিন ও হাফেজ মো রাশিদুল ইসলাম।

পাথরঘাটা ‘সি’ইউনিট বিএনপি : পাথরঘাটা ‘সি’ ইউনিট বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন এম..সবুর, হাজী দেলোয়ার সওদাগর, আক্তার খান, মো. হাছান, মো. সালাউদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন আবু মো. জাহেদ, শাহ আলম,দিদার হোসেন, শহীদুল ইসলাম আরজু, ইউনিট সভাপতি আবু তৈয়ব, আব্দুর রউফ, মো. ফারুক, জসিম উদ্দিন, হাজী ইউনূস প্রমুখ। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাসাস হাটহাজারী উপজেলা শাখা : হাটহাজারী প্রতিনিধি জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাসাস হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল গত মঙ্গলবার অক্সিজেন দারুল ফালাহ মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জাসাস সভাপতি আবু বকর ছিদ্দীকী সোহেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফৌজুল কবির, জমির সিকদার, লোকমান মাস্টার, জসিম উদ্দীন নূরুল আবছার, রুবেল নিজাম, পলাশ, সরওয়ার, নূরুল আলম লিটন, মো.জাফর আনোয়ার হোসেন, মঞ্জু আলম প্রমুখ। দোয়া পরিচালনা পরিচালনা করেন হাফেজ মোজাম্মেল হক মিছবাহ।

হাটহাজারী উপজেলা কৃষক দল : হাটহাজারীতে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল গত সোমবার অনুষ্ঠিত হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা শেখ আহমেদ। উপস্থিত নুর মোহাম্মদ, মো. আইয়ুব খাঁন, আনোয়ার হোসাইন উজ্জ্বল, এরশাদুল রহমান মুরাদ, অধ্যাপক শেখ আহমেদ, মো. আবদুল মোমিন, মো. ফোরকান চৌধুরী, মো. জাহেদ মাস্টার, মো.রিজুয়ান শফি, মো. আনোয়ার, মো. সিরাজুল ইসলাম, মো. মঞ্জুরুল আলম মেম্বার, মো. সেলিম শিকদার, জসিমউদ্দীন, মো. আলাউদ্দিন, কামরুদ্দিন নাহিদ, মো. মাসুদুর রহমান,মো. মোজাহের, মো. আলী আজম বেলাল, মো. হানিফ ইকবাল, সদস্য সচিব মো. রমিজ, মো. কামাল উদ্দিন, বদিউল আলম মেম্বার, সদস্য সচিব মো. মহিউদ্দিন, মো. রফিক সওদাগর, মো. আব্দুর রহমান বাবু, জিএস রিমন প্রমুখ।

শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গত রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মো. ইউসুফ খাঁন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী। প্রধান অতিথি বলেন, দেশনত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহম্মদ মজিবুল হক।

দামপাড়া বিএনপি : বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দামপাড়া বিএনপির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, চকবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসাইন, মহানগর বিএনপির নেতা শফিক আহমদ, রফিক সাদার, ১৫ নং বাগমনিরা ওয়ার্ড বিএনপির সিনিয়র সহআহ্বায়ক আবু ফয়েজ, বাগমনিরাম বিএনপি নেতা জামাল সর্দার, মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল হক, শামসুদ্দোহা, আহমদ হোসেন, মো. সাহাবুদ্দিন, আব্দুল মালেক, জাহেদুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘি মাঠে ৮ দলের সমাবেশ সফল করে তুলুন
পরবর্তী নিবন্ধচবিতে এমপ্লয়াবিলিটি মাস্টারক্লাস